বাহুবল ( হবিগঞ্জ)প্রতিনিধি : বাহুবলে স্ত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি এন্ট্রি করেছেন সিএনজি চালক স্বামী। উপজেলার বাবনাকান্দি গ্রামের কাওছার আহমেদ নামের সিএনজি চালক জিডিতে উল্লেখ করেন, তিনি ১৫ বছর আগে বিয়ে করেন বানিয়াচংয়ের ডুপিয়াজুরী গ্রামের আব্দুল জলিলের কন্যা রিনা আক্তার (২৮) কে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দুই পুত্র সন্তান জন্ম নেয়।
গৃহবধু রিনা আক্তার গত ৪ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে কাউকি কিছু না বলে স্বামীর বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল (০১৯২৩৫২৮৮৫৯) নাম্বারটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে রিনার স্বামী কাওছার আহমেদ থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।