বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মাদরাসায়ে আনোয়ারে মদীনা ফদ্রখলা গ্রামের মসজিদের উন্নয়নে দশ হাজার টাকার নগদ অনুদান প্রদান করেছেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শামীম আহমদ।
আজ শুক্রবার মাদ্রাসায় এ অনুদান প্রদান করেন তিনি। তিনি মিরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
তিনি ওই মসজিদের উন্নয়ন কাজে আরো পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষনা দিয়ে আসেন।
তিনি মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামেগঞ্জে উন্নয়নের জোয়ার তুলে দিয়েছেন।
ফদ্রখলা গ্রামের মুসল্লি আউয়াল মিয়া আক্ষেপ করে বলেন, ভোটের সময় অনেকেই এসে আশ্বাস দিয়ে যান উন্নয়নের ,নির্বাচনে পাশ করার পর আর কেউ আশ্বাস রাখেনি। কিন্তু একমাত্র শামীম মেম্বারই নির্বাচনের আগে মসজিদে নগদ অনুদান দিলেন। তিনি আরও দেয়ার আশ্বাসও দিয়েছেন।
একই মসজিদের মুসল্লী যুবক ইউসুফ আলী বলেন, শামীম মেম্বার তরুণদের আইডল, যুবকদের প্রিয় মুখ শামীম মেম্বার। তিনি এলাকায় মিরপুর ইউনিয়নকে ডিজিটাল গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। তরুণ যুবকরা তার সাথেই আছে। আগামী নির্বাচনে শামীম ভাইকে বিজয়ী করলে অবশ্যই হবিগঞ্জের একমাত্র মিরপুর ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রুপান্তরিত হবে।