বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ছাত্র সমাজ সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী নয়। দেশ ও জাতীর কল্যাণে ছাত্রসমাজ কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসমাজের কমিটি গঠনের মাধ্যমে সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে ছাত্রসমাজ নেতাকর্মীদের কাজ চালিয়ে যেতে হবে। তিনি গতকাল রবিবার বিকেলে বিশ্বনাথে উপজেলা ছাত্রসমাজের প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিকেল ৪টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রসমাজ নেতা লিপসন আরেফীনের সভাপতিত্বে ও অপূর্ব দাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম (লালু), উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক একেএম দুলাল, জাতীয় পার্টি নেতা শরিফ আলী, ছাত্রসমাজ নেতা ফরহাদ হোসেন মারুফ, হাবিবুর রহমান টিটু, খোকন আহমদ প্রনয়, মো. আব্দুল্লাহ, শমিম, সুয়েব, আলী আহমদ, উজ্জল প্রমূখ।