নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের স্কুল ছাত্র তানভীরকে মুক্তিপণ চেয়ে না পাওয়ায় হত্যা করে একই গ্রামের তিনযুবক।
এ ঘটনাটি পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিহত স্কুল পড়ুয়া তানভীর হাজী আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। নিহত তানভীর বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ফারুক মিয়া একজন ব্যবসায়ী বয়স ৫০ ছুইছুই, বা উজ্জ্বলা বেগম বয়স ৪০ এর কাছাকাছি।
একমাত্র সন্তানকে হারিয়ে মা প্রচন্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে এখন বিছানায় শয্যাশায়ী, আর বাবা ফারুক মিয়া শোকে কাতর হয়ে গেছেন, কেবলই ফ্যালফ্যাল করে নির্বাক তাকিয়ে থাকেন। তাদের সকল স্বপ্ন ছিল একমাত্র ছেলে তানভীরকে ঘিরে এখন কি নিয়ে বেচেঁ থাকবেন বাবা মা। তানবীরের শোকে স্তব্দ পুরো এলাকাবাসী। পুরো এলাকার বাতাস যেন শোকে ভারী হয়ে গেছে। কান্না থামাতে পারছেন না তানবীরের স্কুল হাজী আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের সহপাঠীরা ও।
গত রবিবার ২৪ জানুয়ারী রাত ৮ টা থেকে তানভীর নিখোঁজ হয়েছিল। ঘটনার দিন রাতেই তানভীরের নিজের মোবাইল থেকেই তার বাবা ফারুক মিয়ার কাছে ফোন করে ৮০ লক্ষ টাকা চাওয়া হয়, নাহলে ছেলেকে মেরে ফেলবে তারা। পরে এই বিষয়টি তানভীরের বাবা পুলিশকে অবগত করলে পুলিশ মোবাইল নাম্বার ট্রাক করে লোকেশন বের করে, এই লোকেশনে দেখা যায় চুনারুঘাট থেকে ফোন করা হয়েছে।
পুলিশ সন্দেহজনকভাবে রবিবার রাতেই নুরপুর গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ ও নুরপুরের মালাই মিয়ার ছেলে শান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ব্যপকভাবে জিজ্ঞাসাবাদের পরে ঘটনার মুলহোতা মাস্টার মাইন্ড উজ্জ্বলকে মংগলবার সকালে গ্রেফতার করে পুলিশ। এবং ওইদিনই দুপুরে তানভীরের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, তানভীরকে ঘাতকরা আগেই গলায় ফাস ও বুকে ছুরি দিয়ে মেরে ফেলে রেখে দেয়, পরে লোকেশন বদলিয়ে টাকা খোজে তানভীরের বাবার কাছে।
জানা যায়, সম্প্রতি তানভীরের বাবা বেশকিছু জায়গা বিক্রি করেছিলেন, তার বাবার ব্যাংকে টাকা আছে এই বিষয়টি একই গ্রামের ঘাতক উজ্জ্বল, শান্ত ও জাহেদ জানত।
এই টাকাই কাল হয়ে নেমে আসল তানভীরের বাবা মায়ের জীবনে। কি দোষ ছিল তানভীরের, কে ফিরিয়ে দিবে এক সন্তানহারা বাবা মায়ের মুখে হাসি। কোনভাবেই তানভীরের বাবা মায়ের কোলে সন্তানকে আর ফিরিয়ে দেয়া যাবে না, এইটাই হয়ত নির্মম নিয়তি।