নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইয়াবাসহ রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিরাট বড় ব্রিজ থেকে রুবেলকে আটক করা হয়।
আটক রুবেল মিয়া উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি (বড় হাটি) গ্রামের ময়না মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিরাট বড় ব্রিজ থেকে রুবেলকে আটক করে। এ সময় রুবেলের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের জন্য প্রস্তুতি চলছে।