স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভায় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী ১ এপ্রিল শ্রমিক সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেটি পরিবহণ শ্রমিকদের দাবী আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই সম্মেলনকে শ্রমিকভাইদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করতে হবে।
পরিবহণ শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে এই পেশায় জড়িত থাকেন। কিন্তু একজন শ্রমিকের অকাল মৃত্যুতে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থার পরিবর্তন না করলে ভবিষ্যতে পরিবহন খাতে শ্রমিকরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলবে। এতে করে দেশের গুরুত্বপূর্ণ পরিবহণ শিল্প হুমকিতে পড়বে। আগামী সম্মেলনে এ ব্যাপারটি গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে ।
গতকাল রাতে ঢাকার রাজউক এভিনিউতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় বক্তৃতাকালে তিনি একথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সজিব আলীও সভায় বক্তৃতা করেন। এছাড়াও দেশের সকল জেলার পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।