প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ভাংচুরের প্রতিবাদে ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল রবিবার বিকালে শহরের প্রধান সড়কে জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকমীরা এই বিক্ষোভ মিছিল করে। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা- শহীদ জিয়ার সমাধি ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং মেয়র জি কে গউছসহ সকল রাজবন্দির মুক্তির দাবীতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মর্তুজা আহমেদ রিপন, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এডভোকেট গুলজার খান, সদর থানা শ্রমিকদলের সভাপতি সোহেল এ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, জেলা যুবদল নেতা রবিউল আলম রবি, আব্দুল হক, আলকাছ মিয়া, শাহেদ আহমেদ রিপন, পৌর যুবদল নেতা সোয়েব আলী, সেলিম মিয়া, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, পৌর ছাত্রদলের সিনিযর যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, উজ্জল চৌধুরী, রফিক মিয়া, শাহ উজ্জল, রুবেল চৌধুরী, পৌর কৃষকদলের সহ-সভাপতি অর্জিত দাস, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, সৈয়দ সোহাগ, বিকাশ দাস, জিয়া উদ্দিন, সুমন মিয়া, তাবিজুর মিয়া, মোশাহিদ মিয়া, সাইকুল ইসলাম, মুক্তার মিয়া, কাশেম মিয়া, মোহাম্মদ আলী ফেরদৌস, রনি চৌধুরী, শুভ আহমেদ, নাজমুল আহমেদ, সানী, সোহানন, রিহান, বাবু, শাহিন মিয়া, আনোয়ার হোসেন, বাপ্পি চৌধুরী, আবুল বাশার সোহান, এম ডি সানি, তানভির, রুবেল প্রমুখ।