আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ : সরকারের পক্ষ থেকে ভুমিহীন ও গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পুরনের প্রথম ধাপে সারাদেশে প্রায় ৭০ হাজার পরিবার এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় ২৫টি পরিবার পেল একটি করে আধাপাকা বাড়ি।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে মুজিববর্ষের অঙ্গীকার “আশ্রায়নে অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীনদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়।
সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলূল হক চৌধুরী সেলিম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজিজুর হক, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম মিয়া তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, আবু সাইদ এওলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ জাকারিয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।