চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে চলাচলের অভিযোগে ৭টি ট্রাক্টর আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি জেলার আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মে থেকে অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টর, ট্রলি, নসিমন আটকের অভিযানের অংশ হিসাবে গতকাল রবিবার সকাল ১০টায় থানার এস.আই আব্দুল মালিক এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৭টি ট্রাক্টর আটক করা হয়েছে। আটককৃত ট্রাক্টরগুলি থানায় জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, ওই অভিযান অব্যাহত থাকবে।