সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে সংযুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মিত গৃহহীন পরিবারের হাতে ঘর হস্তান্তর করবেন।
আজ বৃহস্পতিবার (২১ জানিয়ারী) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, শনিবার সকাল ১০.৩০ মিনিটের সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামে নির্মিত আশ্রায়ন প্রকল্প হতে সংযুক্ত হয়ে ঘর হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, ২৩ জানুয়ারি ৩২৫টি ঘর হস্তান্তর করা হবে। তাছাড়া ২১ ফেব্রুয়ারী মধ্যে সকল ( ৭৮৭টি ) ঘর হস্তান্তর করা হবে। ২ শতক জায়গার উপর নির্মিত প্রতিটি ঘর মির্মাণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
প্রতিটি ঘর নির্মাণে ক্ষেত্রে কোয়ালিটি ম্যান্টেইন করা হয়েছে এবং পুরো কাজ জেলা প্রশাসনের তত্ত্বাধানে করা হয়েছে। আমরা যাছাই বাছাই করে প্রকৃত গৃহহীনদের তালিকা তৈরি করেছি।