মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাড়কের হবিগঞ্জের মাধবপুরের বেজুড়া নামকস্থানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে)রাত ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ।
রবিবার সুরতহাল ও ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে লাশের পরিচয় না পাওয়ায় লাশটি আঞ্জুমানে মফিদুলের নিকট হস্তান্তর করা হয়।