নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২১ উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে বিজয়ীদের নাম ঘোষরা করা হয়।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগীতায় ক গ্রুপে বিজয়ী হলো শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের সুমাইয়া জান্নাত সুপ্তি(১ম), একই স্কুলের সৈয়দা উম্মে সালমা অর্পা (২য়) ও যুগ্ম ভাবে নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাদিয়া ইসরাত ইভা (৩য়), শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের তাহিরা সুলতানা তনিমা ও একই স্কুলের মুত্তাকিনা জান্নাত নোহা।
বঙ্গবন্ধু ও গণতন্ত্র বিষয়ে খ গ্রুপে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের শফি আহমেদ তপু(১ম)বৃন্দাবন সরকারি কলেজের মোছাঃ জায়েদা খাতুন (২য়) শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সুরাইয়া আক্তার মীম ও একই কলেজের মোঃ শামসুজ্জামান হৃদয় যৌথ ভাবে (৩য়)।
রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অচিরেই আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেয়া হবে বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার।