দিলোয়ার হোসাইন : বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী হবিগঞ্জের বানিয়াচং উপজেলাবাসীর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বন্ধন সুদৃঢ় করা ও দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ” নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফ হোসেন খান সুমনকে সভাপতি, কুয়েত প্রবাসী এনামুল হোসেন খানকে নির্বাহী সভাপতি ও স্পেন প্রবাসী সাংবাদিক সাইফুল আমীনকে সাধারণ সম্পাদক করে গতকাল সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী আলী আজগর খান হামিদের সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী মিজানুর রহমান রুমনের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফ হুসেন খান সুমনকে সভাপতি, কুয়েত প্রবাসী এ এইচ খান এনামকে নির্বাহী সভাপতি এবং স্পেন প্রবাসী সময় টেলিভিশনের স্পেন প্রতিনিধি সাইফুল আমিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সোহেল (যুক্তরাজ্য), সহ-সভাপতি যথাক্রমে আশিক আলম (ইতালি), এম এইচ খান রাজু (ফ্রান্স),
সকিনা খাতুন সখি (যুক্তরাজ্য), তারেশ গোপ (বাহরাইন), মিজানুর রহমান চৌধুরী রুমন (কুয়েত), আনোয়ার হোসেন (কুয়েত), মিজানুর রহমান মিজান (কাতার), উবাইদুর রহমান বকুল (কাতার), মুজাহিদুল ইসলাম সুজন (যুক্তরাজ্য), মিজানুর রহমান স্বপন (স্পেন), ফেরদৌস চৌধুরী (যুক্তরাজ্য), শেখ মোস্তাক আহমদ (সৌদি আরব), সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান দুলাল চৌধুরী (কুয়েত), যুগ্ম সম্পাদক যথাক্রমে আবুল কালাম (ইংল্যান্ড), সাগর মল্লিক (কাতার), সুহেল চৌধুরী (কাতার), মিজানুর আলম মিজান (ফ্রান্স), সাংগাঠনিক সম্পাদক যথাক্রমে সালাউদ্দিন ফয়সল (বাহরাইন), শেখ হিমেল আহমেদ (সৌদি আরব), খালেদ আহমেদ (ইতালি), শামীম আহমদ (দুবাই), সাখাওয়াত হোসেন লিটন (গ্রীস), প্রচার সম্পাদক মহসীন রহমান তালুকদার (কাতার), সহ-প্রচার সম্পাদক রুবেল মিয়া (কুয়েত),
দপ্তর সম্পাদক হাসানুল হক চুন্নু (বাহরাইন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মিয়া (গ্রীস),
সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিলাল হোসেন (সৌদি আরব), মহিলা বিষয়ক সম্পাদিকা নিগাদ জাহান চৌধুরী (যুক্তরাজ্য), ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন জনি (যুক্তরাজ্য),
সহ-ক্রীড়া সম্পাদক শোয়েব আহমেদ (ইতালি), সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ (যুক্তরাষ্ট্র),
সহ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম (আমেরিকা), প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন (জর্ডান), সহ-প্রকাশনা সম্পাদক আলতাব হোসেন এবং সম্মানীত সদস্য আলী আজগর খান হামিদ (যুক্তরাষ্ট্র)।
সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন বিদেশে প্রধান উপদেষ্টা আলি আকবর খান (যুক্তরাষ্ট্র), উপদেষ্টা মন্ডলীরা যথাক্রমে ব্যারিস্টার এনামুল হক (যুক্তরাজ্য), মোতাব্বির হোসেন (গ্রীস), হেলাল উদ্দীন (যুক্তরাজ্য), নুরুজজামান খান হানু (যুক্তরাজ্য), শামীম আহমেদ চৌধুরী (ইতালি), অলি আহাদ (যুক্তরাজ্য), আলী আহমদ (ওমান), এন টিভি’র যুক্তরাজ্য প্রতিনিধি দিলোয়ার হোসেন শিবলী (যুক্তরাজ্য), কামাল চৌধুরী (ফ্রান্স), উপদেষ্টা বাংলাদেশে যথাক্রমে আবুল কাশেম চৌধুরী (উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং), শেখ বশির আহমেদ (সাবেক উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং), সাইদুল হাসান শামীম (এআইজি, বাংলাদেশ পুলিশ), নুরুল আমিন পিপিএম,(ডিপুটি কমিশনার অব পুলিশ, মতিঝিল ডিভিশন), রেজাউল মুহিত খান (রোটারিয়ান), আহমেদ জুলকারনাইন (সমাজ সেবক), মিজানুর রহমান খান (সাবেক ইউপি চেয়ারম্যান)। এছাড়া সংগঠনের পৃষ্টপোষক কমিটির সদস্যরা হলেন যথাক্রমে জমির হোসেন (যুক্তরাজ্য), সাজ্জাদ খান টিপু (যুক্তরাজ্য), শেখ তাজ উদ্দীন (যুক্তরাষ্ট্র), আব্দুল ওয়াহেদ (যুক্তরাষ্ট্র), রেজওয়ান হোসেন খান মামুন (যুক্তরাষ্ট্র), আব্দুস সালাম (যুক্তরাজ্য), মিজান মিয়া জসিম (যুক্তরাষ্ট্র), নুরু উদ্দীন (যুক্তরাজ্য),মুস্তাকিম মিয়া (সৌদি আরব) ও
আব্বাস উদ্দীন (স্পেন)।