নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর মৎস্য ও কাঁচা বাজার সংলগ্ন ডোবা ময়লার স্তুপে ও দুর্গন্ধে জনজীবন অতিষ্ট।
শায়েস্তাগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডে অবস্হিত ঐতিহাসিক দাউদনগর মৎস্য, সবজি,শুটকি, গরু, ছাগল বাজারের সংলগ্ন ডোবায় ময়লার স্তুপে উঁচু ডিবিতে পরিনত হয়েছে।
কসাইখানার চামড়া,ভুড়িঁ,পচাঁ সবজিসহ বাজারের সকল রকম ময়লা এই ডোবাতে ফেলা হয়,মাসের পর মাস এভাবে ময়লা ফেলাতে পচেঁ দুর্গন্ধের সৃষ্টি হয়েছে, আশপাশের বাসা বাড়িতে বসবাসরত জনজীবন অতিষ্ট হওয়ার কারণে অনেকেই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছেন।
ছোট শিশুরা, গর্ভবতি মায়েরা, বৃদ্ধ মানুষেরা নানা রকম জটিলতায় ভুগছেন। ডোবার পাশে বসবাসরত ভুক্তভুগী নুর কসমেটিকস এর স্বত্বাধিকারী জুনায়েদ আহমেদ জানান দুর্গন্ধ এতটাই প্রকট যে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হবে অন্যতায় স্ত্রী,সন্তান নিয়ে ধুকে ধুকে মরতে হবে,পৌরসভার লোকদের বললেও তারা কোন রকম কর্ণ পাত করেনা।
তিনি আরও বললেন স্হানীয় প্রশাসনকে ফোনে বলেছি তিনি বলেছেন লিখিত অভিযোগ করতে,যেন আমাদের দেখার কেউ নেই। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় না আনলে পরিবেশ পরিস্হিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাবে বলেই স্হানীয়রা মনে করছেন।