বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে মে দিবস উপলক্ষ্যে সন্ধানী মেডিকেল হলের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহযোগিতায় রোববার সকাল ১০টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উপজেলা সদরের নতুন বাজারস্থ অটোরিকশা ষ্ট্যান্ডের অফিসে অনুষ্ঠিত হয়।
সন্ধানী মেডিকেল হলের পরিচালক আবু ছালেহ মো.নাসেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, ওষুধ কোম্পানীর ইনসেপ্টার এরিয়া ম্যানেজার প্রবীর চন্দ্র দেব, সান ফার্মার আবদুল কাদির, অটোরিকশা শ্রমিক নেতা আবুল হোসেন।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইয়াছিন আরাফাত। ফ্রি ক্যাম্প বিশ্বনাথ-রাপাশা রোডের অটোরিকশা এর শতাধিক চালককে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।