সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার জনবান্ধন সরকার, জনগণের উন্নয়নের জন্য বহুমুখী প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশ ও জনগণের উন্নতি সাধন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি স্থানীয় ভাবে জনগনকে এগিয়ে আসতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আজ বিভিন্ন দেশে মাছসহ অন্যান্য পন্য রপ্তানি করছে। দেশের উন্নয়নে অন্যান্য উপাদানশীলতার পাশাপাশি মৎসজীবিগণও এ উন্নয়নের অংশীদার।
তিনি আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাওর অঞ্চলের বন্য ব্যস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ” ক্ষতিপূরণমূলক বিকল্প নির্বাহ কার্যক্রমের আওতায় বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের মধ্যে চেক বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা প্রকৌশলী মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,
স্থানীয় সংগঠনের পক্ষ থেকে জয় কুমার, মোঃ সামছু মিয়া প্রমুখ।
পরে উপজেলার ১৭টি মৎসজীবি সংগঠনের সদস্যদের মধ্যে নগদ ১০হাজার টাকার চেক প্রদান করা হয়, যাতে করে বিকল্প জীবিকা নির্বাহ করে জীবন যাপন করতে পারেন।