নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে সুজেনা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নোয়াগাও গ্রামের মৃত আতিক উল্লাহর মেয়ে।
রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাবার বাড়ির বারান্দার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে ওমান প্রবাসী অলিদ মিয়ার সাথে সুজেনা বেগমের বিয়ে হয়। বিয়ের ১ মাস পর স্বামী অলিদ মিয়া বিদেশ চলে যান। বিদেশ যাওয়ার পর স্ত্রী সুজেনা বেগমের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।