বানিয়াচং সংবাদদাতা : গতকাল গভীর রাত অনুমান ০৩.০০ ঘটিকা সময় বানিয়াচং থানার এসআই/আরিফুর রহমান, এএসআই/জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে বানিয়াচং থানাধীন হলদারপুর, পুকড়া ও পুরানপথারিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া হলদাপুর গ্রামের ডাইলা মিয়ার ছেলে জাফর মিয়া ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ইকবাল হোসেন এবং পুকড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সফিক মিয়াকে গ্রেফতারী পরোয়ানা মুলে এবং পুরানপাথারিয়া গ্রামের আ: রেজ্জাকের ছেলে খলিলকে জুয়া আইনের ৩/৪ ধারা মুলে গ্রেফতার করিয়া থানায় নিয়া আসেন।