নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলায় একটি সম্পূর্ণ অরাজনৈতিক মানব কল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের রক্তদান ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ(৫ ডিসেম্বর) মংগলবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
মংগলবার সকাল ১১ টায় পবিত্র কুরআন তেলওয়াত পাঠ করে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আজকের অতিথিবৃন্দরা।
উদ্বোধনের পরে তারুণ্যের রক্তদান ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জ এর সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্বে ও সাজিদুল ইসলাম বাপ্পী’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আম্বিয়া খাতুন, রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ইসহাক আলী সেবন,সাখাওয়াত হোসেন টিটু।
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন- আব্দুল লতিফ, আব্দুল আজিজ ফরহাদ,ফুটবলার শামীম আহমেদ,তাহের মিয়াসহ তারুণ্যের রক্তদান ফাউন্ডেশনের সকল সদস্যগন।
অদ্য আলোচনা সভায় বক্তব্যের মধ্যে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন,তারা বলেন আমরা স্বেচ্ছা শ্রমে সংগঠনের সদস্যদের দেয়া হাদিয়ার অর্থ দিয়ে গরীব – দুঃখী, অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরনে চেষ্টা করে যাচ্ছি, তারা আরও জানান প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত উপজেলায় শীত বস্ত্র বিতরণ,ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, রক্তের গ্রুপ নির্নয়,স্বেচ্ছায় রক্তদান,করোনা কালিন সময়ে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণ মূলক কাজ কারা হয়েছে ।
তারা সমাজের বিত্তবানদের এ সকল জনকল্যাণ মূলক কাজে সংগঠনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রীতিভোজ,কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সব শেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীগন তারুণ্যের রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলেছেন।