বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রলীগ নেতা সোহাগ।
সোমবার (৪ঠা জানুয়ারি) ভোরে সোহাগ শাহরিয়ার সহ এক ঝাঁক ছাত্রলীগ কর্মীদের উপস্থিতিতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রলীগ নেতার শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সোহাগ শাহরিয়ার এর পক্ষ থেকে গরিব অসহায়, ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রাত ও ভোর রাতে মিরপুর ইউনিয়ন এর বানিয়াগাও, পশ্চিম জয়পুর, মামদনগর ও ভুগলি গ্রামের অসহায় শীতর্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এমরান, জয়, কলেজ ছাত্রলীগ নেতা শাহিন প্রমুখ।