সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : “কোভিড ১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়।
রবিবার (৩জানুয়ারী) হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে বিজ্ঞান মেলার প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, ডেপুটি সিভিল সার্জন ডা মোঃ মুখলিছুর রহমান উজ্জল, সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহসহ বিভিন্ন কলেজ ও স্কুলের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
সারা জেলা থেকে জুনিয়র গ্রুপে ২২টি, সিনিয়র গ্রুপে ১৪টি এবং বিশেষ গ্রুপে ১৭টি সর্বমোট ৫৩টি দল প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে মোট ৫৫ জন সম্ভাবনাময়ী শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতাতেও সকল উপজেলা থেকে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।