নিজস্ব প্রতিনিধি: স্যাটেলাইট টিভি চ্যানেল আনন্দ টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি শেখ শাহাউর রহমান বেলালের পিতা পীরে কামেল ডাঃ মাওলানা শেখ মুখলিছুর রহমান জেহাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গত শুক্রবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শনিবার বাদ যোহর কেশবপুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সাংবাদিকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর পারিবারিক নিজ বাড়িতে তাঁকে সমাহিত করা হয়।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সুশীল সমাজ শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।