নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জে নদী পথে চোলাই মদ পাচারকালে পাচারকারী চক্রের সদস্য সৈকত দাস (২৭) কে প্রায় ৩ শত লিটার চোলাই মদসহ আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী সৈকত উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের( চরের হাটি) এলাকার শ্যামলাল দাসের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার বদলপুর ইউনিয়নে একটি মাদক পাচারকারী চক্র বিভিন্ন এলাকা থেকে নদীপথে মাদক পাচার করে করে আসছিল। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে কালনী-কুশিয়ারা নদী দিয়ে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বদলপুর ইউনিয়নের পিরোছপুর গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে ডিঙ্গি (কোষা) নৌকা বোঝাই চোলাই মদসহ তাকে আটক করে।
সৈকত জানান, ৫ হাজার টাকার বিনিময়ে লাখাই উপজেলা থেকে নৌকা যোগে মাদক বহন করে পাহাড়পুর বাজারে পৌঁছে দেয়ার জন্য চুক্তিবদ্ধ হন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সঈদ মিয়ার পুত্র ডাকাতি, ছুরি সহ কয়েকটি মামলার পলাতক আসামি সাজু মিয়ার সাথে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, ২শ ৮৮ লিটার চোলাই মদসহ সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে।