নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নুরুল হক নুরু (৪৫) নামে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ওই গ্রামের শফিক মিয়া ও আলাই মিয়ার লোকজনের সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ উল্লেখিত তথ্য দিয়ে জানান, শফিক মিয়া ও আলাই মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তুচ্ছ কারণে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজও সামান্য তর্ক-বিতর্ক থেকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।