নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১ লা মে মহান মে দিবস পালিত হয়েছে। ওই দিন নবীগঞ্জ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, মহান মে দিবস সিএনজি ও টমটম গাড়ী থানার পয়েন্ট এলাকার শ্রমিক সংগঠন ব্যানার ফেষ্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র্যালী বের করে। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
পরে স্থানীয় নতুন বাজার মোড়ে নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আয়োজিত শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক মাহবুবুল আলম সুমনের সভাপতিত্বে এবং দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর বাচ্চু’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী। বক্তব্য রাখেন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সিজিল আহমদ, সিএনজি থানা পয়েন্টের শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজল মিয়া, সেক্রেটারী আল আমীন, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া ও মাওঃ রফি উদ্দিন ধনাই প্রমূখ।
এছাড়া টমটম শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী ধাওয়া তুলে ধরেন। এরমধ্যে উল্লেখ্য যোগ্য হলো দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ বাজারে সপ্তাহে ১ দিন ছুটি মঞ্জুরের দাবী জানান।