আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে চলমান পরিস্থিতি নিয়ে আলেম,উলামা,মাশায়েখ ও ইমাম’দের সাথে স্থানীয় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এডঃআব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বক্তব্য রাখেন বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, মাওলানা মুখলিছুর রহমান,মাওঃ আতাউর রহমান,মাওঃ খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
প্রধান অতিথি ‘র বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন,বাংলাদেশ চলে সাংবিধানিক আইনে।
জনপ্রতিনিধি সরকারের লোক চলবে প্রজাতন্ত্রের আইন মেনে।
আমাদের নবীজী ইসলামি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা সনদ দিয়ে।