নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের মখবুল হোসেন(৬০)নামের এক কৃষকের বিষাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মাজত আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়,শুক্রবার বিকেলে পরিবারের অগচরে ওই ব্যাক্তি বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।সদর থানার এসআই সাইদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সদর থানার ওসি মাসুক আলী জানান, ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে।তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।