বানিয়াচং( হবিগঞ্জ)প্রতিনিধি ।। বানিয়াচংয়ে জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে কামালখানী ও মজলিশপুর গ্রামবাসীর মাঝে দাঙ্গা রুখতে মত বিনিময় করলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
শুক্রবার সন্ধা ৬ঘটিকার সময় সারং বাজারে কামালখানী মহল্লাবাসীর লোকজন এবং মজলিশপুর গ্রামের লোকজনসহ দুই মহল্লার পঞ্চায়েত প্রধানদের সাথে দাঙ্গা রুখতে স্ব স্ব এলাকায় মতবিনিময় করেন তিনি।
এসময় আবুল কাশেম চৌধুরী দুই গ্রামবাসীকে সামাজিক বিচারের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার আশ্বাস দেন।
আর যেন কোন প্রকার দাঙ্গা সৃষ্টি না হয় সে বিষয়ে সবার কাছে অনুরোধ জানান তিনি।
মত বিনিময়কালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়া।
উপজেলা সি,ও রুবেল খান, সর্দার আরজু মিয়া, ফজলু মিয়া, পাঁচ মহল্লার সর্দার শফিক উল্লা, বুলু মিয়া, যুবলীগ নেতা খেলুমিয়া, মোজাহিদ মিয়া, মিজানুর মিয়া, মুতি মিয়া, তৌহিদুল মেম্বার,ছান্দ সর্দার বাহার খান, বাচ্চু মিয়া খান, সিরাজ লস্কর, সর্দার তালহা খানসহ আদর্শ বাজার কমিটির সভাপতি আহমদ লস্কর প্রমূখ।
এছাড়াও চানপাড়া মহল্লার যুবসমাজ আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বানিয়াচং বার্তা সম্পাদক ফরহাদ সুমন ও সাংবাদিক সুজন মিয়া।
পরে চানপাড়া মহল্লার যুবসমাজের আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি।