এস আজাদ (সৌদিআরব )সাকাকা প্রতিনিধিঃ- গত ৩০/৪/২০১৫ তারিখে ইন্ডিয়ার হায়দ্রাবাদের সৌদি প্রবাসী সনাতন ধর্মী রবি কুমার তার পুর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ।
জানাযায়, সে সৌদিআরবের সাকাকায় আব্দুল্লা আহম্মদ আল তামিমী কোম্পানিতে আসে বিগত কয়েক মাস আগে ।
এখানে এসে সে তার মুসলিম সহ কর্মিদের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অবগত হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে ।
পরবর্তিতে তাকে সাকাকা ইসলামিক দাওয়া সেন্টারে নিয়ে যায় তার সহ কর্মিরা এবং সেখানে সে এক আল্লাহর ও আল্লাহর রাসুলের উপর বিশ্বাস রেখে কালেমা পাঠ করে ইসলাম কবুল করে।
তার পুরাতন নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় মোঃ রফিক এবং প্রত্যেক দিন তাকে দাওয়া সেন্টারের তত্বাবধানে ইসলামিক শিক্ষ্যা প্রদান করা হয়।