দিলোয়ার হোসাইন,বানিয়াচং প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এডঃ আব্দুল মজিদ খান বলেন,আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধার সরকার। আওয়ামীলীগ সরকার স্বাধীনতার সরকার। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।
আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে দেশের আপামার জনসাধারন ও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। এবং আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। আওয়ামীলীগ মানুষের সাথে বেঈমানি করেনা,দেশকে ভালবাসে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান,সহ সভাপতি বিপুল ভূষন রায়,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানী,শেখ শাহনেওয়াজ ফুল,নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রেখাছ মিয়া,শেখ আলমগীর হোসেন,সাবেক ছাত্র নেতা এজেডএম উজ্জ্বল,ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।