নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে মাসব্যাপী কুইজের ৫০ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ফরম তুলে দেন র্যাপিড আইসিটির প্রতিষ্ঠাতা পরিচালক শাহ মোঃ হুমায়ুন কবীর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এডঃ সাইফুর রহমান ফয়সল, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমীর সহকারী শিক্ষক আব্দাল হুসাইন বেলাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।