স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সংশ্লিষ্ট মামলায় বেশকিছু দিন ধরেই মিরপুর মডেল থানা সরগরম। শনিবার নারীঘটিত মামলা দায়ের করা হয়েছে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় ।এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে মিরপুর থানা-মামলা আর ক্রিকেট এখন মিলেমিশে একাকার।
রবিবার মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন বলেছেন, ‘বিবাহের প্রলোভন দেখিয়ে তার(ভিকটিম) ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বিবাদী। এবং পরবর্তীতে সে (ভিকটিম) যখন বিবাহের জন্য চাপ দেয় তখন সে (অভিযুক্ত) না করেছে। ফলে ভিকটিম শনিবার নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করেছে।’
তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেছেন, ‘স্বাভাবিক ধারায় আমাদের তদন্ত এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাকে ধরার জন্য এবং সে কোথায় আছে আমার তা জানার চেষ্টা করছি। আমরা তাকে পেলেই ধরব।’