নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
আজ শুক্রবার ১লা মে। মহান মে দিবস। এ উপলক্ষে নবীগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠন নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসুচী পালনের প্রস্তুতি নিয়েছে। ওই সকাল ৯ টায় নবীগঞ্জ বাজার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকতে পারেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মে দিবসের উক্ত কর্মসুচীতে অংশ গ্রহনের জন্য সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপািশ নবীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মীর বাচ্চু।