নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: পহেলা মে দিবসে হবিগঞ্জ জেলার সকল ট্রাক্টর ও ট্রলি, নাম্বার বিহীন টমটম, রিক্সা, মোটর সাইকেল চলাচল করতে পারবে না।
হবিগঞ্জ জেলা আইন শৃংঙ্কলা কমিটির সিদ্ধান্ত হয় শুক্রবার (১ মে) থেকে হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোন ট্রাক্টর-ট্রলি চলাচল করতে পারবে না। এমনকি নাম্বার বিহীন টমটম, রিক্সা ও মোটর সাইকেলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্য কর্ণমুনি মাইকিং করে জানিয়ে দেন। এরপরও যদি কেউ এ আদেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।