নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক-পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ জানায়, রোববার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, উপজেলার মুরার পাটলী গ্রামের মাওলানা আশরাফ আলীর ছেলে মোসলেহ উদ্দিন নোমান (২৩), পূর্ব তিমিরপুর গ্রামের মৃত মুছন মিয়ার ছেলে বুলবুল মিয়া (৪৫), পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ মিয়া (২৩), পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত অমৃত মিয়ার ছেলে জয়নাল মিয়া (৫০), হালিতলা গ্রামের মৃত গৌরান্দ দাশের ছেলে বলরাম দাশ বলাই (৩৮), মুরার পাটলী গ্রামের তকদির মিয়ার ছেলে শরীফ উদ্দিন (৩৫), ওসমানীনগর এলাকার বক্সিপুর গ্রামের চায়েদ মিয়ার ছেলে জুয়েদ আহমেদ (২০) এবং মৌলভীবাজার উপজেলার শেরপুরের মাসুক আহমেদের ছেলে মোজাক্ষির আহমেদ (৩০)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন ও মাদক মামলায় ২ জনসহ মোট ৮ জন আসামি রয়েছে। সোমবার সকালে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।