নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার বিকেলে মহাসড়কের সাতাহাইল নামক স্থানে দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। আর এতে করে অটোরিকশা ও বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বিকেল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।