নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ১৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজীবাজার স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন। তিনি বলেন, আপাততো একটি পরিত্যক্ত লাইন মেরামত করে সোমবার(৭ ডিসেম্বর) রাত ১টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া মুল লাইনটি সংস্কারের কাজ চলছে।
এদিকে, ট্রেন লাইনচ্যুতের ঘটনা খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিট গঠন করা হয়েছে।
বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ও বিভাগীয় প্রধান চীফ মেকানিক্যাল কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি দুটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, রোববার( ৬ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন চারটি বগিসহ লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ।
পরে সিলেট এবং আখাউড়া থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌছেঁ উদ্ধার কাজ শুরু করে।
এদিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায়। এ সময় শ্রীমঙ্গল, কুলাউড়া ও আখাওড়াসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহি ট্রেন আটকা পড়ে। এতে চরম দূর্ভোগে পড়েন এ পথের কয়েক হাজার যাত্রী।
এ ঘটনায় প্রায় ২শ’ফিট রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে।