নিজস্ব প্রতিনিধিঃ- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্টান পরিদর্শন করে ব্যাবসায়ীদেরকে শান্তনা দিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বানিয়াচং বড়বাজারের ২ নম্বর রাজবাড়ী মসজিদ গলিতে গত সপ্তাহে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৪টি দোকান ঘর পুড়ে যায়।এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীগন দাবী করেছেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্টান পরিদর্শন করে গেছেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়াও ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের তালিকা করে সরকার থেকে সহায়তা দেওয়ার জন্য এমপি আব্দুল মজিদ খান নির্দেশ প্রদান করেছেন।
বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী খুলনা অবস্থান করার কারনে আসতে পারেননি।তিনি এলাকায় পৌছা মাত্রই ব্যাবসায়ীদের পাশে এসে দাড়িয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হোসেন,সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান গাজী,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাধারন সম্পাদক খলিলুর রহমান,বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফরহাদ হুসেন সুমন,সাধারন সম্পাদক আকিকুর রহমান রুমন,আনুয়র হুসেন,তাপস হোম,সাজ্জাদুর শাহ সুমন প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতী আতাউর রহমান,বস্ত্র ব্যাবসায়ী সেলিম আহমেদ,যুবনেতা চান মিয়া,ব্যবসায়ী সুমন খান, যুবলীগ নেতা অলফুজ খান,সেলু মিয়া,কৃষকলীগ নেতা কাওসার হোসেন।