বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামের এক মুদিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার মিরপুর এলাকার চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরশাদ আলী মিরপুর এলাকার চারগাঁও (আব্দাপঠিয়া) গ্রামের মৃত সফর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আরশাদ আলী মিরপুর বাজারের একজন মুদিমাল ব্যবসায়ী। তিনি সকাল ১১ টার দিকে দৈনন্দিন দোকানের কাজ শেষ করে বাইসাইকেল যোগে নিজের বাড়িতে যাচ্ছিলে। পথিমধ্যে একটি মাইক্রোবাস তাকে চাপ দিলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।