নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিযাচংয়ে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ উপজেলার মক্রমপুর গ্রামের আব্দুল রউফ মিয়ার ছেলে।
নিহতের বাবা আব্দুল রউফ মিয়া জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জুনাইদ মিয়া তার মোবাইল ফোনটি চার্জ করছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের সাথে জড়িয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঈনুল ইসলাম মৃত ঘোষণা করেন।