নিজস্ব প্রতিবেদক : ২৮ নভেম্বর ২০২০ রোজ শনিবার আজমিরীগঞ্জ পাহাড়পুর রোডে হাসেঁর বাচ্চা দিবে বলে এক হাসঁ ব্যবসায়ী কে প্রতারণা কালে প্রতারক আলী ইসলাম কে কৌশলে টাকা নিয়ে পালানোর সময় এক লোক ধাওয়া করে।
ধাওয়ার সময় পালাতে সে চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ আসতে দেখে প্রতারক আলী ইসলাম পালানোর জন্য নানা চেষ্টা চালায়। তখন আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদার, কনষ্টবল জাকারিয়া, বিদ্যুৎ চক্রবর্তী ও ফারুকসহ ঘেরাও দিয়ে বিখ্যাত ডাকাত কে আটক করে। কৌশলধারী ডাকত কে ধরতে গিয়ে অনেকে আহত হয়।
আজমিরীগঞ্জ থানায় আনার পর আটককৃত পরিচয় দেয়।সে ডাকাত আলী ইসলাম (৩৮) পিতা হাফিজ উদ্দিন গ্রাম পাচঁহাট থানা খালিয়াজুড়ি জেলা নেত্রকোনা বর্তমানে আলী ইসলাম বিরাট ভাটি পাড়া বসবাস করে।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলে ও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পরল ডাকাত। তার কাছ থেকে নগদ ২৬২১৫ টাকা ১ টি খেলনা পিস্তল , ১ টি ছুড়ি ও ৩ টি মোবাইল
উদ্ধার করা হয়।
জানা যায়, আলী ইসলামের নামে অনেক অপকর্মের ও প্রতারণার অভিযোগ রয়েছে।
আলী ইসলাম হাঁসের বাচ্চা বিক্রির কথা বলে অনেক কে ডেকে নিয়ে ভিবিন্ন যায়গায় পিস্তল দেখিয়ে সব টাকা রেখে দেয়।
বিশেষ সূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদার এর নেত্রিত্বে একটি টিম নিয়ে অপারেশন পরিচালনা করেন।
থাকে সর্বোচ্চ শান্তির দেওয়ার জন্য সাধারণ ভুক্তভোগীরা দাবি জানাচ্ছে।
আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত কুমার তালুকদার বলেন, ডাকত আলী ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে বলে ডাকাত আলী ইসলাম কে ধরতে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি।আজ তাকে সকলের সহযোগিতায় ধরলাম।
আইনের আওতায় থাকে সর্বোচ্চ শান্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।