আকিকুর রহমান রুমনঃ-হবিগন্জের বানিয়াচং উপজেলায় ইকরাম বাজারের একটি লেপের দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ২৮নভেম্বর রোজ শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে।উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে।
এলাকাবাসী ও বাজার ব্যাবসায়ীদের কাছ থেকে জানাযায়,ইকরাক বাজারের মেইন রোডের পাশে আলাদাভাবে একটি দোকান ঘর নির্মান করে কামাল মিয়া নামে এক ব্যাবসায়ী।
তিনি দীর্ঘ ৯/১০বছর যাবত এই বাজারে একটি লেপ,তুষকের দোকান পরিচালনা করে আসছেন।
এমনকি তিনি এই এলাকার জামাই হিসেবেও পরিচিত।
হঠাৎ সকাল আনুমানিক ৯টার দিকে তার দোকানের তুলা ভাঙ্গানোর মিশন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মিনিট কয়েকের ভিতরেই আগুনটি দাও দাও করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে।এসময় এলাকাবাসী ও বাজার ব্যাবসায়ীরা প্রানপ্রন এক ঘন্টা চেষ্টা চালিয়ে ১০টার দিকে আগুন নিয়ত্রন আনতে সক্ষম হন।
তবে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওয়ানা দেয় ইকরাম বাজারের উদ্যেশে।মধ্যে রাস্তায় যাওয়ার পর আগুন নিয়ত্রনে আসার খবরটি পেয়ে তাড়া পুনঃরায় ফিরে যায়।
তবে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ও স্হানীয় চেয়ারম্যান আব্দুল কদ্দুস শামীম মিয়া ও ওয়ার্ড সদস্যগন আগুন নিয়ত্রন আনতে সহযোগীতা করেন।
এব্যাপারে বাজার ব্যাবসায়ী আলমগীর মিয়া জানান,দোকান ঘরটি আলাদা হওয়ার কারনে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা বাজারবাসী।এছাড়াও আমাদের সকলের সম্মলিত প্রচেষ্টার কারনে বাজারের একটি পানির মিশন বসিয়ে আমরা নিজেরাই নিয়ত্রন করতে পেরেছি।
এই ঘটনায় শুধু দোকান মালিক আহত হয়েছেন বলেও জানান তিনি।আহত কামাল মিয়া(৪৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তার শশুরালয়ের বাড়িতে আনা হয়েছে।
এব্যাপারে দোকান মালিক কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে,তিনি মুঠোফোনে কান্নায় ভেঙে পড়েন এবং তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে বলে জানান।
তিনি এখন বৌ-বাচ্চা নিয়ে নিঃশ্ব হয়ে পড়েছেন।
এছাড়াও তিনি আরও বলেন,তার নতুন এই দোকান ঘরটি তৈরী সহ মোট ৬লাখ টাকার মতো মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে ১২নং সুজাতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুস শামীম মিয়া এসবের সত্যতা নিশ্চিত করে বলেন,আসলে দোকান মালিক মিয়া ঐ এলাকার জামাই হিসেবে পরিচিত।তিনি ইকরাম গ্রামে বিয়ে করে দীর্ঘদিন ধরে সুনামের শহীত ব্যাবসা পরিচালনা করে আসছিল।
কিন্তু এই আগুনের ঘটনায় তার বিরাট একটা ক্ষতি হয়ে গেল।তবে আমি তার বিষয়টি প্রশাসনিক ভাবে আলোচনা করে তাকে কিছুটা হলেও সহযোগীতা করার চেষ্টা করবো।
অন্যদিকে পুড়ে যাওয়া দোকান মালিক কামাল মিয়ার পরিচয় হলো,বানিয়াচং উপজেলা সদরের শেখের মহল্লা গ্রামের মৃত সালেক মেম্বারের পুত্র।তাদের স্হানীয় গ্যানিংগন্জ বাজারেও লেপ,তুষকের দোকান রয়েছে বলে খবর পাওয়া যায়।