নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্য বিধি না মানায় সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, নির্মূল ও প্রতিরোধ) আইন ২০১৮ এর ২৪ধারা অনুযায়ী ৮ ব্যক্তিকে ২০০ টাকা করে মোট ১৬০০ টাকা জরিমানা করা হয়। অসচেতনতার কারণেই মাস্ক পরছে না বলে জানান তারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এস আই শওকত আলী নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেন।
এদিকে যে কোনও সেবা পেতে মাস্ক পরিধান বাধ্যতামূলক উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা নিশ্চিত করতে শিগগির আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিকভাবে এই অভিযান উপজেলার সকল বাজারে পরিচালনা করা হবে।