মোযযাম্মিল হক,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)উপজেলা সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে ৪০ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।
এসময় উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের সহায়তায় নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নির্মাণ কাজে ৪০ টাকা ব্যয়ে হবে বলে উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান জানান।