হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন।
জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল করিমের কন্যা মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার (১৩) অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে পরিবারের লোকজন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে ঘুম থেকে উঠে দেখে ওই কিশোরীর দেহ ঘরের তীরে ঝুলে আছে। জীবিত মনে করে পরিবারের লোকজন লাশ নামিয়ে ফেলে। কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় মাধবপুর থানায় খবর দেয়া হয়।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই তাব্রীজ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। তবে ময়নাতদন্তকালে পরিবারের কাউকে দেখা যায়নি। মাসুম নামে এক ব্যক্তি লাশ নিয়ে এসে ময়নাতদন্ত করায়।
বুধবার বিকেলে ময়নাতদন্ত সম্পূর্ণের পর লাশ ওই ব্যক্তির জিম্মায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে ওই এসআই জানান, ময়নাতদন্ত ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। তানিয়া শাহজীবাজার দরগা গেইট এলাকার দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।