দিলোয়ার হোসাইন,বানিয়াচং: বানিয়াচং ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ২৩ নভেম্বর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথি বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ সহ যে কোন অপরাধ সংঘটিত হলে বা যে কোন নাগরিক সমস্যায় পড়লে ৩৩৩ এবং ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে প্রশাসন করতে অবগত করলে প্রশাসন অপরাধের বিরুদ্ধে বা সমস্যা গ্রস্থ ব্যক্তিকে সমস্যা থেকে উত্তরণে এগিয়ে আসবে।
এসময় ইউপির সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।