নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগান নিয়ে ভুমিহীণ ও গৃহহীণদের পুর্ণবাসনের লক্ষে উপজেলার ‘ক’ তালিকাভুক্ত গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ছৌলরীর বদরপুরের রাঙ্গাউটিতে এই গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন করছেন হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খাঁন৷
এ সময় উপজেলার মোট ৮৮টি গৃহের মধ্যে ১০টি বদরপুরে এবং বাকি ৭৮টি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মাণ করা হবে বলে জানান তিনি৷
উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেন, বর্তমান সরকার এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বর্তমানে ভুমিহীনও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিক্ষুক পুর্ণবাসনসহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম চালু হয়েছে৷ যা আগামীতে আরো বৃদ্ধি করা হবে৷ মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমি ও গৃহহীনদের জন্য গৃহ নির্মান কাজের এই উদ্বোধন তারই অংশ৷ বর্তমান সরকারের প্রচেষ্টায় উপজেলায় কেউ গৃহহীন থাকবে না৷
এ সময় সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খাঁন বর্তমান সরকারের আরো উন্নয়ন মুলক কর্মকান্ডের বিবরনী উপস্থিত সকলের সামনে তুলে ধরেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোশারফ হোসেন তরফদার, কাকাইলছেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক ভুঁইয়া, শিবপাশা ইউপির চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, শিবপাশা সাবেক ইউপি চেয়ারম্যান তকছির মিয়া প্রমুখ৷
কাকাইলছেও ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন৷