মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের একটি কোয়াটারে এঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পান কোয়াটারে থাকা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্ররুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
জানাগেছে, উপজেলা পরিষদের তিন কর্মকর্তা পরিষদের একটি কোয়াটারে বসবাস করে আসছেন। বিশ্বনাথে গ্যাস না থাকায় তারা এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে আসছেন। মঙ্গলবার নতুন একটি সিলিন্ডার ক্রয় করে কোয়াটারে নিয়ে আসেন। রাত সাড়ে ৯টায় কোয়াটারের কর্মকর্তাদের কাজের ভুয়া খাবার রান্না করতে আসে। এসময় সে রান্না ঘরের গ্যাসের চুলায় আগুণ দেয়ার আগেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়ে চুলা পুড়ে যায়। তবে কোয়াটারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে অল্পের জন্য কাজের ভুয়াসহ কোয়াটারে থাকা বাসিন্দারা। এসময় আতংকিত হয়ে কোয়াটারে থাকা বাসিন্দারা রুমে ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। পরে আগুণ নিয়ন্ত্রনে আসে।
এব্যাপারে কাজের ভুয়া সালমা বেগম বলেন, রাতে একটি ছেলে নতুন সিলিন্ডার নিয়ে আসে। রান্না ঘরে সিলিন্ডারটি রাখার দুই মিনিট পর সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুণ ধরে যায়।কোয়াটারের বাসিন্দা উপজেলা কৃষিকর্মকর্তা আলী নুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রান্না ঘরে ধুয়া অন্ধকার হয়ে আছে। পরে আশপাশের বাসিন্দাদের নিয়ে আগুণে নিয়ন্ত্রনে আনা হয়।