ডেস্ক : খুলনা টেস্টের দ্বিতীয় দিনে ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙ্গুলে চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। চোট পাওয়ায় মাঠ থেকে উঠে গেছেন তিনি।
বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুশফিকের পরিবর্তে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস।
এদিন ৩৩২ রানে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের ৩৫তম ওভারে করতে আসেন মোহাম্মদ শহীদ।
প্রথম বলে আজহার আলী উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। মুশফিক ঝাপিয়ে পরে সেটা লুফে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার পাশাপাশি তিনি আঙ্গুলে ব্যথা পান।
চিকিৎসক এসে তার আঙ্গুলে কিছু স্প্রে করে যান। এরপর অবশ্য মুশফিক খেলা চালিয়ে গেলেও সেটা বেশিক্ষণ সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ব্যথার কারণে মাঠ থেকে উঠে যান।