নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড়,জলসুখা ইউনিয়নের হাওড়ে অভিযান চালিয়ে ১২ টি বক পাখি উদ্ধার করা হয়। এবং পাখি বিক্রেতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ক্রেতার ছদ্মবেশে গড়াহাটি, নোয়াগড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাখি বিক্রেতাকে।
পরিযায়ী পাখি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় পাখি শিকার ও বিক্রিরত অবস্থায় মোঃ আলমগীর মিয়া (২৩), পিতা জোনাব আলি, সাং গড়াহাটি, নোয়াগড়, জলসুখা, আজমিরীগঞ্জ এবং লুতু মিয়া (২০), পিতা ফুরুক মিয়া, সাং গড়াহাটি, নোয়াগড়, জলসুখা, আজমিরীগঞ্জ কে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং মোট ১২ টি পাখি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুজন মোঃ আলমগীর মিয়া (২৩), পিতা জোনাব আলি, সাং গড়াহাটি, নোয়াগড়, জলসুখা, আজমিরীগঞ্জ এবং লুতু মিয়া (২০), পিতা ফুরুক মিয়া, সাং গড়াহাটি, নোয়াগড়, জলসুখা, আজমিরীগঞ্জ কে বন্য প্রাণী (সংরক্ষণ) আইন,২০১২ অনুযায়ী ১৫ (পনের) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত ১২ টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়।
অতিথি পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।